মুখোশ এর আড়ালে
অর্নব আর ব্রজবাবু সবেমাত্র সঞ্চিতার বেডরুম থেকে বের হতে যাবেন ।এমন সময় একজন কনস্টেবল বলে উঠলো স্যার এই ডয়ার টা লক করা ছিল ।অর্নব এটা খুলে যা দেখল তাতে চোখ কপালে উঠার যোগার। ভেতর থেকে পাওয়া গেল প্রায় কুড়ি লক্ষ টাকা ক্যাশ ।সব 2000 টাকার নোট। অর্ণব খোঁজ খবর নিয়ে জানতে পারল যে সঞ্চিতা ব্যানার্জি
তিনি বাড়িভাড়া ও দিতেন ক্যাশ টাকায়। সাধারণত কোন ক্রেডিট বা ডেবিট কার্ড তিনি ইউজ করতেন না।
কলকাতা, 19এপ্রিল
রাত :11.00
এখন রাস্তাঘাটে সেরকম লোকজন নেই ।অর্নবের গাড়িটা একটা গুমটির সামনে এসে দাঁড়াল ।লোকটা এত রাতে পুলিশের গাড়ি দেখে কিছুটা ভয় পেয়েছে ।এখন আবার ঝিরঝির করে বৃষ্টি পড়ছে ।
"আচ্ছা দাদা ডক্টর সঞ্জয় চ্যাটার্জ্জী বাবুর বাড়ি কোনটা বলতে পারবেন ?"
লোকটা হাত দিয়ে দেখালো ওই গলিটা দিয়ে সোজা গিয়ে ডানদিকে একটা পুকুরের পাশে ।অর্নব গাড়িটাকে গলির ভেতরে নিয়ে ঢুকলো ।ডানদিকে পুকুরের পাশে একটা তিনতলা বাড়ি ।অর্নব রা এগিয়ে চলল যতদূর খোঁজ পাওয়া গেছে সঞ্জয় চ্যাটার্জ্জী এখন কলকাতায়।
পুলিশের গাড়িটা ডক্টর সঞ্জয় চ্যাটার্জির বাড়ির সামনে গিয়ে যখন দাড়ালো তখন রাত এগারোটা কুড়ি। অর্নব গাড়ি থেকে নামল। এইদিকে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে ।অর্নবের চোখ গেল সামনের পুকুর দিকে। কিছুটা দূর থেকে গোটা পাঁচেক কুকুর ঘেউ ঘেউ শব্দ কানে আসছে। এইদিকে রাস্তার আলোগুলো এক সপ্তাহ যাবৎ জ্বলছে না ।একটা ঝাপসা গরম। ডাক্তার হিসেবে সঞ্জয় চ্যাটার্জ্জী অল্প বয়সে বেশ নাম করেছে ।
হঠাৎ ফোনটা বেজে উঠল অর্নবের ।
"হ্যাঁ স্যার বলুন ?
"কি খবর অর্নব কোন ক্লূ পাওয়া গেল? ফোনের অপরপ্রান্ত থেকে শোনা গেল সুপ্রতিম বাবুর গলা।
"স্যার আমরা সঞ্চিতা ব্যানার্জির বাড়িতে কুড়ি লাখ টাকা নগদ পেয়েছি ।সঞ্চিতার সাথে ডক্টর সঞ্জয় চ্যাটার্জ্জী রিলেশন ছিল ।সঞ্জয় এখন কলকাতায় আছে ।সঞ্জয় চ্যাটার্জ্জী সঞ্চিতাকে খুন করার হুমকি দিয়েছিল ।আমরা সঞ্জয় চ্যাটার্জ্জী বাড়িতে এসেছি।
" আচ্ছা আজকে সকালে 11 টা নাগাদ প্রতিক বাবুর বাড়ি থেকে একটা ছিঁচকে চোর কে এরেস্ট করা হয়েছে ।ছেলেটা একটা ল্যাপটপ চুরি করে পালাচ্ছিল। "
"স্যার আমার যতদূর মনে হচ্ছে সঞ্চিতা ব্যানার্জি এবং প্রতীক বাবুর মধ্যে একটা রিলেশন ছিল। যেটা সঞ্জয় মেনে নিতে পারেনি ।সঞ্জয় সঞ্চিতাকে খুনের হুমকি দিয়েছিল।"
"ঠিক আছে। আমার খুব তাড়াতাড়ি প্রগ্রেস চাই ।আমার ওপর ওপর থেকে খুব চাপ আসছে। কথাটা বলে ফোনটা কেটে দিলেন সুপ্রতিম বাবু ।আশ্চর্যের ব্যাপার আজকে সকালে একটা ছিঁচকে চোর ঢুকে ছিল প্রকাশ দাসের বাড়িতে! সে কোনো কিছুতে হাত দেয়নি ।শুধু চুরি করেছিল প্রকাশ বাবু ল্যাপটপ ।কিন্তু এত বড় সাহস হয় কি করে ?আর টাকাপয়সা অন্য কোন জিনিস না নিয়ে শুধু ল্যাপটপ চুরি করল কেন?
অর্ণব ব্রজবাবুর দিকে তাকালেন। চলুন ব্রজবাবু ।দুইবার কলিং বেল বাজাতে একজন বয়স্ক ভদ্রলোক দরজা খুললেন ।নমস্কার আমরা কলকাতা পুলিশ থেকে আসছি। ডক্টর সঞ্জয় চ্যাটার্জ্জী সাথে কথা বলতে চাই ।ভেতরে ঢুকলো অর্ণব আর তার দলবল ।
সঞ্জয় চ্যাটার্জ্জী আজ বাড়িতেই ছিলেন সারাদিন সঞ্চিতার মৃত্যুর খবরটা দেখছিলেন নিউজ চ্যানেল।
"হ্যাঁ, আমি সঞ্জয় চ্যাটার্জ্জী ।
বলুন কি জানতে চান ?"কথাটা একটু বিরক্ত হয়েই বললো সঞ্জয়।
"সঞ্জয় বাবু আমরা কি জানতে পারি আজকে সকাল সাড়ে নটা নাগাদ আপনি কোথায় ছিলেন ?
"আমি সকাল সাড়ে নটা নাগাদ আমার চেম্বারে ছিলাম।"
আচ্ছা সঞ্জয়বাবু আপনি সঞ্চিতা ব্যানার্জি কে চিনতেন ?কথাটা জিজ্ঞাসা করল অর্ণব।
"সঞ্চিতা ব্যানার্জি আমার প্রাক্তন গার্লফ্রেন্ড ছিলেন। আমাদের বিয়ে হবার কথা ছিল ।কিন্তু হঠাৎ সঞ্চিতা বিয়েটা ভেঙে দেয় কথাটা একটু দুঃখের সাথে বলল সঞ্জয়।
"আমি কি জানতে পারি কী কারণে আপনাদের বিয়েটা ভেঙে যায়? কথাটা জিজ্ঞাসা করল অর্ণব।
আমি জানিনা ।আমি বহুবার ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করি ।কিন্তু বিগত তিনমাস ও আমার সাথে কোন যোগাযোগ করেনি। আর এই রাগে আপনি প্রকাশ দাস আর সঞ্চিতাকে মার্ডার করার প্লান করেন ।কথাটা জিজ্ঞাসা করল অর্ণব।
এইসব আপনি কি বলছেন ?আমি কেন ওকে মাডার করতে যাব?
দেখুন অর্ণব বাবু আমি সঞ্চিতাকে ভালবাসতাম ওকে বিয়ে করতে চেয়েছিলাম। আমার কোন খারাপ উদ্দেশ্য ছিল না ।ওই আমাকে ঠকিয়েছে ।আমি ওকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি ।কিন্তু তাতে কোনো লাভ হয়নি ।সঞ্চিতা খুব ইন্টেলিজেন্ট ছিল ।ওর সাথে আমার প্রথম দেখা হয়েছিল যেদিন মিডল্যান্ড নার্সিংহোম উদ্বোধন হয় সেইদিন ।প্রথম দেখেই আমারও কে ভালো লাগে ।সঞ্চিতা আসলে এরকম মেয়ে ছিল না ।ওর কোনদিন টাকার ওপরে লোক ছিল না ।কিন্তু আমাদের বিয়ে ঠিক হওয়ার পর আমি ওর মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করি। ও সব সময় টাকা টাকা করত ।আমার সাথে ভালো করে কথা বলতো না ।বাড়িতে দামী দামী জিনিসপত্র কিনছিল। যেটা কেনার মতন টাকা ওর কাছে থাকার কথা নয়।
একবার তো আমাকে না জানিয়ে দুই মাসের জন্য হঠাৎ ইউরোপে চলে গেছিল ।বড় বড় ক্লাবে পাটি দিতো বন্ধুদের সাথে ।আমি জানি না অতো টাকা ও কোথায় পেত ?যত নষ্টের গোড়া ওই বুড়োটা। "
আপনি সঞ্চিতা ব্যানার্জি আর প্রকাশ দাস কে খুনের হুমকি দিয়েছিলেন ।আর তার কিছুদিনের মধ্যেই ওনাদের একসাথে খুন হতে হল ।আর আপনি এখন বলছেন যে আপনি এই ব্যাপারে কিছুই জানেন না?

Comments
Post a Comment