বেসরকারী করনের পথে 4 টি সরকারি ব্যাঙ্ক
খুবই অল্প সময়ের মধ্যে আরো চারটি রাষ্ট্রত্ব ব্যাঙ্ক বেসরকারী করনের পথে, তবে কি দেশের সব ব্যাঙ্ক আস্তে আস্তে বেসরকারী হয়ে যাবে। বিগত বছরে 27 টি ব্যাঙ্ক থেকে রাষ্ট্রত্ব ব্যাঙ্কের সংখ্যা 12 টাতে ঠেকেছে। আবার যদি চারটি ব্যাঙ্ক বেসরকারী হয় তবে,রাষ্টত্ব ব্যাঙ্কের সংখ্যা হবে 8 টি। কিন্তু সব কিছুর মধ্যে মানুষের টাকার নিরাপত্তা কোথায়। বেসরকারী হয়েগেলে,সার্ভিস চার্জ বসবে সমস্ত পরিশেবাতে। তবে কাদের লাভ এর পিছনে। গরিব মানুষের তো আরো বিপদ। দেশের অর্থনৈতিক অবস্থান ভালো করতে গেলে, ব্যাঙ্ক সহ সমস্ত রাষ্ট্রীয় সম্পতি বিক্রয় করতে হবে এটা অনৈতিক কথা। দেশের অবস্থা ভালো করতে করতে গেলে সর্ব প্রথম মানুষের হাতে তুলে দিতে হবে টাকা। তাই ব্যাঙ্ক ব্যাবস্থাকে সরকারি রাখার খুবই প্রয়োজন।

Comments
Post a Comment