মুখোশ এর আড়ালে
অর্নব আর ব্রজবাবু সবেমাত্র সঞ্চিতার বেডরুম থেকে বের হতে যাবেন ।এমন সময় একজন কনস্টেবল বলে উঠলো স্যার এই ডয়ার টা লক করা ছিল ।অর্নব এটা খুলে যা দেখল তাতে চোখ কপালে উঠার যোগার। ভেতর থেকে পাওয়া গেল প্রায় কুড়ি লক্ষ টাকা ক্যাশ ।সব 2000 টাকার নোট। অর্ণব খোঁজ খবর নিয়ে জানতে পারল যে সঞ্চিতা ব্যানার্জি তিনি বাড়িভাড়া ও দিতেন ক্যাশ টাকায়। সাধারণত কোন ক্রেডিট বা ডেবিট কার্ড তিনি ইউজ করতেন না। কলকাতা, 19এপ্রিল রাত :11.00 এখন রাস্তাঘাটে সেরকম লোকজন নেই ।অর্নবের গাড়িটা একটা গুমটির সামনে এসে দাঁড়াল ।লোকটা এত রাতে পুলিশের গাড়ি দেখে কিছুটা ভয় পেয়েছে ।এখন আবার ঝিরঝির করে বৃষ্টি পড়ছে । "আচ্ছা দাদা ডক্টর সঞ্জয় চ্যাটার্জ্জী বাবুর বাড়ি কোনটা বলতে পারবেন ?" লোকটা হাত দিয়ে দেখালো ওই গলিটা দিয়ে সোজা গিয়ে ডানদিকে একটা পুকুরের পাশে ।অর্নব গাড়িটাকে গলির ভেতরে নিয়ে ঢুকলো ।ডানদিকে পুকুরের পাশে একটা তিনতলা বাড়ি ।অর্নব রা এগিয়ে চলল যতদূর খোঁজ পাওয়া গেছে সঞ্জয় চ্যাটার্জ্জী এখন কলকাতায়। পুলিশের গাড়িটা ডক্টর সঞ্জয় চ্যাটার্জির বাড়ির সামনে গিয়ে যখন দাড়ালো তখন রাত এগারোটা কুড়ি। অ...