পূজোর শাড়ি কিনতে গিয়ে এক মহিলা শাড়ির দোকানে ............. -ভাই নতুন কালেকশন কি কি আছে? - দিদি এই শাড়িটা দেখুন, একদম নিউ কালেকশন। এবারই এসেছে। প্রচুর চলছে। কুড়ি পিস এনেছিলাম আর মাত্র দু পিস আছে। - নাহ তাহলে তো কমন হয়ে গেছে। সবাই কিনেছে। আপনি আনকমন কিছু দেখান। - তাইলে এইটা দেখুন। গত তিনবছর ধরে দোকানে পড়ে আছে বিক্রি হয়না। একদম আনকমন। - নাহ এইটার রংটা বেশি গাঢ়। সিম্পলের মধ্যে কিনবো। - আচ্ছা, এটা কেমন? - বেশি হালকা। মা ঠাকুমার কালার লাগছে। আরেকটু গর্জাস দেখান। - তাইলে এইটা দেখুন। ইমপোর্টেড। - ধুর, এই সেম শাড়ি গত সপ্তায়ই টিনা কিনে ফেলেছে। আপনি এক্সক্লুসিভ কিছু বের করুন। - এই লালটা কেমন? আপনি ফর্সা মানুষ, লাল আপনাকে মানাবে। - কি যে বলেন, কই আর ফর্সা। তাছাড়া লাল কেমন ক্যাট ক্যাট কালার। - এই টিয়া রংটা কেমন? আরো দুটো কালার আছে, পার্পেল আর পিংক। - নাহ, সবই কমন কালার। আজকাল সব মেয়েই পরছে। আনকমন কোনো কালার হবেনা? - আনকমন কালার বলতে? কোন ধরনের লাগবে বলেন। - ইট অনেক্ষন ভিজিয়ে রেখে তার সাথে কলাপাতা ঘষলে যে কালারটা হয় ঐটা হবে? - না ম্যাডাম ঐটা হবেনা। - তাইলে বেশি তেল মশলা দিয়ে মাংস রান্না...
Comments
Post a Comment