চলো পাল্টাই
পরিবর্তন ও বিবর্তন একে অপরের পরিপূরক, সব কিছু নয় কিছু কিছু পরিবর্তন দরকার। পল্টানোর দরকার অনেকটাই তাই সকলের সুর হোক চলো পাল্টাই।
পাল্টানোর দরকার সামাজের গরিব মানুষের অবহেলিত মুখ গুলোকে, গরিব মানুষ গুলিকে আর্থিক সাহায্য করে তাদের স্তরকে পাল্টাতে হবে।
প্রতিটি মানুষ কে আর্থিক স্বচ্ছল করতে হবে। চলো পাল্টাই।
পাল্টানোর দরকার বেকারত্ব, যুবক যুবতী গুলো কর্মসংস্থানের জন্য মানসিক যন্ত্রনায় আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, প্রতিটি মানুষ কে স্বনির্ভর করে তুলতে হবে। চলো পাল্টাই।
পল্টানোর দরকার গরিব অসহায় মানুষ গুলো সব অফিস - আদালতে অবহেলিত, গরিবের জন্য হাসপাতাল ও যতার্থ নয়। গরিবকে দেখে সমাজের ধ্বনি ব্যক্তিরা নাক শিটকোয়। তাই পাল্টাতে হবে সেই ধ্বনি মানুষ গুলির আর্থিক দম্ভ। চলো পাল্টাই।
পাল্টানোর দরকার, শিক্ষিত মানুষ গুলি রাজনীতি ছেড়ে পালাচ্ছে, কারন তারা রাজনৈতিক হিংসায় বিশ্বাস করে না। তাই রাজনৈতিক হিংসা বন্ধ করতে হবে, শিক্ষত মানুষের হাতে সমাজের দায়িত্ব দিতে হবে। না হলে বদল আসবে না পৃথিবীতে। চলো পাল্টাই।
পাল্টানোর দরকার, কোন ইউনিটির গোপনীয়তা বা সংগঠনের গোপনীয়তা কোন না কোন মিরজাফর ফাস করে দিচ্ছে, ফলে ব্যর্থ হচ্ছে হাজার ও লক্ষ মানুষের সংগঠন। তাই নিজেদেরকে ভালো হতে হবে, তবে পরিবর্তন হতে প্রত্যেক কে। চলো পাল্টাই।
সবকিছুর মধ্যে দেখা যাবে শিক্ষিত মানুষ গুলো পাল্টালে সমাজের বদল সম্ভব, তাই সমাজ ভালো হওয়া স্বাভাবিক। কারন শিক্ষিত মানুষ সবই পারে। তাই চলো পাল্টাই।
পাল্টাতে হবে নারীর পুরুষ সুলভ আচারন কে। নারী হবে মায়াবী ও মহিওষি তাইতো নারীকে পুরুষ বেশে নয়। নারীর বেশে গড়ে ওঠতে হবে। তাই খারাপ মনোভাব নয়, বদল আনতে হবে বেশে। কারন নারীর সম্মান অনেক। চলো পাল্টাই।
পাল্টানোর দরকার, মেয়ের জন্মহলে মুখ ভার আর ছেলের জন্ম হলে উৎফুল্লতা। মেয়ের জন্মে একই মনভাব থাকতে হবে পিতার ও পরিবারের, বন্ধকরতে হবে মেয়ে ভ্রুন হত্যা। চলো পাল্টাই।
পাল্টানোর দরকার, সবালোক হওয়ার পূর্বেই ছেলে গুলোকে কর্মে নিযুক্ত করছে পিতা - মাতা। তাই অনেক প্রতিভা অচিরে ঝরে পড়ছে। তাই সেই প্রতিভাকে তুলে ধরতে গেলে বদল করতে হবে মানসিকতার। চলো পাল্টাই।
Exlinte
ReplyDelete