মনবতা ও সমাজ
সমাজ বলতে মূলত এমন এক ব্যবস্থা বোঝায়, যেখানে একাধিক চরিত্র একত্রে কিছু নিয়ম-কানুন প্রতিষ্ঠা করে একত্রে বসবাসের উপযোগী পরিবেশ গড়ে তোলে। মানুষের ক্ষেত্রে একাধিক ব্যক্তি একত্র হয়ে লিখিত কিংবা অলিখিত নিয়ম-কানুন তৈরি করে; এরকম একত্র বসবাসের অবস্থাকে সমাজ বলে
বিংশ শতাব্দীর ভয়াবহ পরিস্থিতির মধ্যে সমাজের দৈনদশা কি পাল্টাবে, আজকের মানুষ হয়ে উঠেছে হিংসাত্মক, কেউ কাউকে পরোয়া করছে না, মানুষ মানুষকে মানুষ ভাবছে না, হিংসায় ভরে উঠেছে মনবতা প্রেমি মানুষ, সমাজের এই দৈনদশা আর পাল্টাবে কি ? শিক্ষিত মানুষ গুলো ঘরে লুকিয়ে পড়ছে হিংসাত্মক পরিস্থিতি দেখে।
প্রতিটি মানুষ হয়ে উঠেছে রাজনীতি প্রিয়, নিজের স্বার্থসিদ্ধির জন্য একে অপরকে ব্যবহার করে নিচ্ছে। বিংশো শতাব্দীর ভয়াবহ বেকরাত্বের মধ্যে শিক্ষিত মানুষ পালিয়ে যাচ্ছে সমাজ ব্যাবস্থা থেকে, মানবতা ভুলুন্ঠিত হচ্ছে,।
সমাজে ভালো করতে প্রতিটি শিক্ষিত মানুষ কে এগিয়ে আসতে হবে লড়াইয়ে ময়দানে, রাজনৈতিক বা অরাজনৈতিক লড়াই হোক জয়ী হতে গেলে হয়তো রক্তক্ষরন হবে, কিন্তু সমাজ ও মানবতা দুটোর বদল হবেই। জয় হোক মানবতা ও সমাজতত্ত্বের।
Good
ReplyDelete