সাফল‍্য আসবে তো

সালটা 2011 পশ্চিমবঙ্গের আপামোর জনগণের মনের মনিকোঠায় স্হান করে নিয়েছিল দিদি।সাল টা 2021 সাফল‍্য আসবে তো ? হ‍্যাঁ, এটা আমার নয় সাড়ে নয় কোটি বাঙালির জিঞ্জাসা।হঠাৎ কি হল দশ বছরে যে মানুষ দোলাচলে পড়েছে ? হ‍্যাঁ,ভোটের সময় নেতা দের মুখে একটাই বাক‍্য দিদিকে দেখে ভোট টা দেবেন। আমাদের সকলস্তরের নেত্রী দিদি। প্রশ্ন একটাই দশ বছরে নেতা রা তবে কি করেছে যে,তাকে দেখে মানুষ ভোটটা দেবেনা।কারন নেতারা নিজেকে বাচাতে অস্ত্র করেছে বহু কর্মীকে,আর বক্তব্য সবই ভাগ‍্য চক্র।তবে মনে রাখতে হবে একটা গাছ থেকে লক্ষ লক্ষ দেশলাই কাঠি তৈরি হয়,আর একটি দেশলাই কাঠি সমগ্র জঙ্গল পুড়িয়ে দিতে পারে।মানুষের রায় কে আর বিধাতার লেখন কে মাথা পেতে নেবে দিদি ও সকলস্তরের কর্মী,তবে কর্মীরা কি   নিরাপদ ? সাফল্য আসবে তো ?

Comments

Post a Comment

Popular posts from this blog

বেসরকারী করনের পথে 4 টি সরকারি ব‍্যাঙ্ক

মুখোশ এর আড়ালে

Shopping