ব‍্যাঙ্কের শাখা গুলোর ভবিষ্যত

সুধি BC বন্ধু,
                   আগামী দিন এই BC কাজের ভবিষ্যৎ কি ? BC  রা কি ব‍্যাঙ্কের কর্মী হবে কোনদিন। এখন বিভিন্ন মোবাইল দোকানে 10000 টাকা তোলা যায় দৈনিক,তারা তাতে 10000 টাকাতে 15 টাকা কমিশন পায়,সঙ্গে কাস্টমার থেকে EX টাকা নিচ্ছে। একজন দোকান দার একাধিক Company থেকে ID নিচ্ছে।তাহলে দোকান দার এক যায়গায় বসে 30000- 40000 পেমেন্ট দিতে পারছে। আমরা 10000 দিতে পারবো। তাছাড়া ব‍্যাঙ্কের কাজে নানান চাপ। একটা দোকান দারের প্রতিদিন 500-700 টাকা রোজকার। একটা BC মাসে পাবে 12000 টাকা। ভাবুন BC কাজের ভবিষ্যৎ। সুতরাং ভবিষ্যতের কথা ভেবে জীবিকা কে বেছে নেওয়া ভালো। বর্তমান এর থেকে ভবিষ্যত বেশি গুরুত্বপূর্ণ।

Comments

Post a Comment

Popular posts from this blog

বেসরকারী করনের পথে 4 টি সরকারি ব‍্যাঙ্ক

মুখোশ এর আড়ালে

Shopping